আগামী রবিবার কোপা আমেরিকা কাপের ফাইনালে আর্জেন্টিনার হয়ে নজর কাড়বেন যারা তারা হলেন খেরমান পিশালা ।রক্ষণ ভাগের এই ৩০ বছর বয়েসী খেলোয়াড় কড়া ট্যাকেল দক্ষ ,রোড্রিগো ডে পল ২৭ বছর বয়েসী মাঝমাঠের এই খেলোয়াড় সুদক্ষ পাশার ও তেমনি ভালো নিয়ন্ত্রক ,তৃতীয় হলেন মার্টিনেজ ইন্টারমিলানের এই স্ট্রাইকারের দু পায়ে দুরন্ত শট আছে পাসিং দক্ষতা ৮০%।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...