গতকাল টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে পরাজিত হয় ভারত ।ম্যাচের সেরা হন লুঙ্গি এনগিডি চার উইকেট তুলে ।ম্যাচের প্রথমে ভারত ৯ উইকেটে তোলে ১৩৩ রান । সর্বোচ্চ রান করেন সূর্য যাদব ৬৮ রান ৪০ বলে ,জবাবে দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ১৯.৪ ওভারে ,মার্করাম করেন ৫২ আর মিলার নোট আউট থাকেন ৫৯ রান করে ,মার্করামের সহজ ক্যাচ ফেলে দেন বিরাট ,রান আউট সুযোগ নষ্ট করেন রোহিত শর্মা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...