ক্যামেরন গ্রীনের দাপটে মুম্বাই হারালো হায়দ্রাবাদ কে

গতকাল মুম্বাইয়ের মাঠে আইপি এলের লীগের খেলা তে মুম্বাই ইন্ডিয়ান্স তোলে ১৯২ রান ৫ উইকেট হারিয়ে,প্রথমে ব্যাট করে ।সর্বাধিক রান করেন গ্রিন ৬৪* ৪০ বলে ,তার পরে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ সানরাইজার্স ১৯.৫ ওভারে ১৭৮ রানে সকলে আউট হয়ে যান । ২৯ বলে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ক্যামেরন গ্রিন ,সচিন পুত্র অর্জুন এই ম্যাচে একটি উইকেট পান ও শেষ ওভারে সাংঘাতিক বল করেন ।