গতকাল অস্ট্রেলিয়ার মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই বোলিং দাপট দেখালেন
ক্যামেরুন গ্রিন ।গ্রিন ৫ উইকেটে ২৭ রানে নেন।তার ফলে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে ১৮৯ রানে শেষ হয়ে যায় । প্রথম দিনের প্রথম ইনিংসয়ে ৪৫ রান তোলে অস্ট্রেলিয়া ১ উইকেটের বিনিময়ে ।সিরিজে আছেন ডেভিড ওয়ার্নার ।গ্রিন বুঝিয়ে দিলেন সাদা কি লাল বল সবে তেই তিনিসমভাবে পারদর্শী ।