ক্রম তালিকাতে উপরে উঠলো ভারতীয় দল June 24, 2022 সম্প্রতি এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যাচে জয়ের ফলে দুই ধাপ উপরে উঠলোভারতীয় দল ১০৬ থেকে তারা এলো ১০৪ নম্বরে । এএফসি কাপের মূল পর্বে ওঠার জন্য ভারত যথা ক্রমে হারিয়েছে কম্বোডিয়া (২-০)আফগানিস্তান (২-১) এবং হংকং (৪-০)।