ক্রিকেট এডভাইসরি কমিটির সদস্য পদ ছাড়তে পারেন সৌরভ

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ভারতের  প্রাক্তন ক্রিকেট  অধিনায়ক সৌরভ  গাঙ্গুলি  বর্তমানে  আইপিলে  দিল্লি  ক্যাপিটালস য়ের  উপদেষ্টা হিসাবে কাজ করছেন । একই  সঙ্গে তিনি সিএবির প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট এডভাইসরির সদস্য । স্বার্থের সংঘাত  এড়ানোর জন্য হয়তো তিনি ক্রিকেট এডভাইসরি  কমিটির থেকে সরে দাঁড়াতে চান । উল্লেখ্য ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রবি শাস্ত্রী কে জাতীয় দলের কোচ বেছে  নেয়ার সময় শেষ বারের জন্য তিনি ক্রিকেট এডভাইসরি কমিটির মিটিংয়ে যোগ দেন ।