খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তামিল নাড়ুর ভারতীয় পেসার নটরাজন তার অভিষেক ম্যাচেই অস্ট্রেলিয়ার মাঠে গতকাল ভারতের যে ১৩ রানে জয় তার পিছনে তার অবদান অনেক । নটরাজন ১০ ওভার বল করে একটি মেইডেন দিয়ে ৭০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন । গতকাল তিনি তার হাতে থাকা শ্রেষ্ঠ অস্ত্র ইয়র্কারের মাধ্যমে অস্ট্রেলিয়র ব্যাটিং কে বেঁধে রাখে তিনি আউট করেন লাবুসানে এবং আগার কে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...