গতকাল ইডেনে অনুশীলন করলো কেকেআর

গতকাল কেকেআর দল ইডেনে প্রস্তুতি ম্যাচ খেলেন স্টার্ক কে দেখে ২৪ কোটি বলে হাত নাড়েন ।প্রথম ওভারে তিনি এক রান দিয়ে গুড়বাজের উইকেট টি তুলে নেন । তার পরে দ্বিতীয় ওভারে রঘুবংশী দুটি চার মারলেও একটিও ব্যাটের মাঝে লাগেনি আর ডেথ ওভারে তাকে দুটি ছক্কা হাঁকিয়ে ২০ রান তোলেন রিংকু সিংহ ,স্টার্ক বৈঠক করেন গৌতম গম্ভীর চন্দ্রকান্ত পন্ডিত ও নীতিশ রানার সাথে ,ম্যাচের স্ট্রাটেজি নিয়ে ।