গতকাল কেকেআর হারালো রাজস্থান রয়্যালস কে ১ উইকেটে

গতকাল রাজস্থানের মাঠে ,রাজস্থান রয়্যালস ও কেকে আরের মধ্যে আইপি এলের লীগের খেলা তে প্রথমে ব্যাট করে রাজস্থান তোলে ৯ উইকেটে ১৫১ রান । কেকেআরের বোলার রা খুব অল্প রানে বেঁধে দেন রাজস্থান কে ,তার উপর ভরসা রেখেছি কুইন্টন ডিকক ৬১ বলে ৯৭ রানে ঝোড়ো ইনিংস খেলে জেতান দল কে ,এবং ম্যাচের সেরা হন ।