গতকাল চিন্না স্বামীতে বেঙ্গালুরু হেলায় হারালো মুম্বাই কে

গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স । নির্দিষ্ট ওভারে তোলে ৭ উইকেট হারিয়ে ১৭১রান ।তাদের হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করেন তিলক বর্মা ,৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলে ।পাল্টা ব্যাট করতে গিয়ে আর সি বি মাত্র ১৬.২ ওভারে,২ উইকেটে করেন ১৭২ রান । কোহলি ৪৯ বলে ৮২ রান করে নট আউট থাকেন ,পাশাপাশি ডুপ্লেসি ৪৩ বলে ৭৩ রান । ক্রিজে নট আউট ছিলেন ম্যাক্সওয়েল ।