রবিবারে লখনৌ তে নিউজিল্যান্ড কে হারিয়ে সিরিজ ১-১ করার পরে বিসিসি আই টিভি তে সূর্য ও চাহালের এক সাক্ষাৎকার নেন কুলদ্বীপ যাদব ।সেই খানে সূর্য যাদব বলেন আমি ধন্যবাদ জানিয়ে চাহাল কে যিনি পুরুষ দের টি ২০ ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নিয়েছেন ।ওই সাখ্যাৎকারে সূর্যের দিকে তাকিয়ে চাহাল বলেন আমি তোমাকে ৩৬০ ডিগ্রি র খেলা তা শিখিয়েছিলাম এখন তো তুমি পুরো ওই ব্যাটিং টাই করে গেলে ,সূর্য বলেন আমি চাইবো তুমি আমাকে আরো ব্যাটিং শেখাও ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...