খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতার ইডেন উদ্যানে দ্বাদশ আইপিলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে করে ২১৩ রান । বিরাট কোহলি ৫৮ বলে করেন ১০০ রান আর মঈন আলী ২৮ বলে করেন ৬৬ রান । কলকাতা নাইট রাইডার্স জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে করে ২০৩ রান । নীতিশ রান ৮৫* এবং রাসেল ৬৫ রান করেন ২৫ বলে । ডেল স্টেইন রয়্যালসের হয়ে ২টি উইকেট নেন ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...