খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতার ইডেন উদ্যানে দ্বাদশ আইপিলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে করে ২১৩ রান । বিরাট কোহলি ৫৮ বলে করেন ১০০ রান আর মঈন আলী ২৮ বলে করেন ৬৬ রান । কলকাতা নাইট রাইডার্স জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে করে ২০৩ রান । নীতিশ রান ৮৫* এবং রাসেল ৬৫ রান করেন ২৫ বলে । ডেল স্টেইন রয়্যালসের হয়ে ২টি উইকেট নেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...