গতকাল জার্মানির মাঠি তে গ্রুপ ডির খেলা তে ইটালি হারালো জার্মানি কে ২-১ গোলে ।খেলা শুরুর ২২ সেকেন্ডের মাথায় প্রথম গোল করেন আলবেনিয়া এবং ইউরোর ইতিহাসে দ্রুত তম গোল করার নজির গড়েন । গোল টি করেন আলবেনিয়ার নাদিম বারামী ,খেলার গড়ানোর ১৫ মিনিটের মধ্যে খেলার উপর কন্ট্রোল আনে ইতালি ,খেলাতে সমতা ফেরান আলেসান্দ্রো বাস্তনি ,১৬ মিনিটে জয়সূচক গোল করেন ব্যারেলা ,৭০ % বল পসেশন ছিল ইটালির ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...