গিলের শতরান কি বাঁচাতে পারবে ভারত কে ?

গতকাল বিশাকাপত্তনমের মাঠে দ্বিতীয় টেস্টর তৃতীয় দিনে ভারতের হয়ে ১০৪ রান করেন শুভমান গিল ও ভারত কে টানেন ।জেতার জন্য ৩৩২ রানের লক্ষ্য রেখে ইংল্যান্ড দিন শেষে করেন ১ উইকেটে ৬৭ রান । আজকে দেখার কি হয় ।