গুজরাট টাইটান্স কে একার হাতে জেতালো শুভমান গিল ম্যাচের সেরা হয়ে

গতকাল আহমেদাবাদের মাঠে গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে তোলে ৯ উইকেটে ১৮৮ রান ।শুভমান গিল ৫৮ বলে ১০১ রান করেন ।সুদর্শন ৩৬ বলে করেন ৪৭ রান ।জবাবে সানরাইজার্স ৯ উইকেটে ১৫৪ রানে সকলে আউট হয়ে যান ।সানরাইজার্সের ক্লাসেন ৬৪ টি করেন ৫৪ বলে ,মোহিত শর্মা ২৮ রানে ৪ উইকেট নেন ।