গোলাপী বলে প্রশিক্ষণ শুরু

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক :টি  টোয়েন্টি   নিয়ে  যখন  ভারতীয়  দল  ব্যস্ত  ঠিক  তখনই   টেস্ট  সিরিজে   গোলাপী   বলের  খেলার  জন্য  মহড়া  শুরু  করে  দিল  মহম্মদ  শামি , চেতেশ্বর পূজারা ,  মায়াঙ্ক  আগরওয়াল,    অজিঙ্কা রাহানে ,  রবীন্দ্র  জাডেজা ,  হনুমা  বিহারী ,  ইশান্ত  শর্মারা  বেঙ্গালুরুতে  জাতীয়  ক্রিকেট  একাডেমিতে  । এই  প্রশিক্ষণের  তত্বাবধান   করছে   এনসিএ   প্রধান রাহুল দ্রাবিড়।  খেলোয়াড়দের  কাছে  গোলাপী   বলের  প্রধান  সমস্যা  হচ্ছে  বল  ঠিক  ঠাক   দেখা  ও  পুরানো  বলে  রিভার্স  সুইং  সামলানো।