ফতোরদা মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারাতে আপ্রাণ চেষ্টা ছিল গোয়ার মধ্যে। কিন্তু ৪০ মিনিটেই তারা ১ গোলে পিছিয়ে যায়।নর্থ ইষ্টের সায়াল্লাকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারী পেনাল্টি দেন। সায়াল্লা পেনাল্টি থেকে গোল করেন। পেনাল্টি দেওয়া নিয়ে মাঠে উত্তেজনা ছড়ায়। দু দলের কোচকে রেফারী সতর্ক করেন। তবে তিন মিনিটের মধ্যেই গোল শোধ করেন ইগর আঙ্গুলো। ৩ ম্যাচে গোয়া ২ পয়েন্ট ও নর্থ ইষ্ট ৫ পয়েন্ট নিয়ে টেবিলে যথাক্রমে সপ্তম ও দ্বিতীয় স্থানে আছে। গোয়া
রাজ্য
ভোট নিয়ে ঐতিহাসিক মন্তব্য করলেন চুঁচুড়ার বিধায়ক
গতকাল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বান্ডেল পঞ্চায়েতের কেউটা তে জনসংযোগ যাত্রা তে বেরিয়ে ছিল ।তখন স্থানীয় এক বৃদ্ধ বলেন আপনি কাদের নিয়ে ঘুরছেন...