এফ গ্ৰুপে বতমানে ফ্রান্সের ৪ পয়েন্ট ২ ম্যাচে তারা পরের পর্বে চলে গেছে। অন্যদিকে পর্তুগাল ও জার্মানির ৩পয়েন্ট এবং হাঙ্গেরির ১ পয়েন্ট ২ ম্যাচ খেলার পর হয়েছে।আজ ফ্রান্স পর্তুগালকে হারালে শীর্ষে থাকবে তারা । ড্র করলেও জার্মানদের চলবে। তবে তারা আজ জিতলে ও ফ্রান্স যদি পয়েন্ট নষ্ট করে তবে শীর্ষে চলে যাবে জার্মানি। হারলেও জার্মানি যাবে তবে দু গোলের বেশিতে হারা চলবে না। পর্তুগালের হারা চলবে না। হাঙ্গেরি জিতলে পর্তুগালকে তিন গোলের কমে হারতে হবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...