খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টি ২০ ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে । টি ২০ গুলি হবে ৬-৮ এবং ১১ ডিসেম্বর যথাক্রমে মুম্বাই ,ত্রিভান্দ্রাম এবং হায়দ্রাবাদে । তিনটি ওয়ান ডে হবে ১৫-১৮ -২২ সে ডিসেম্বর যথা ক্রমে চেন্নাই ,ভিসাকপাটনাম এবং কটকে ।টি ২০ দলে ফিরলেন কোহলি ,সামি এবং ভুবনেশ্বর কুমার এবং ওয়ান ডে দলে ফিরলেন শিভম দুবে এবং কুলদ্বীপ যাদব ,উইকেট কিপার হিসাবে ঋষভ থাকবেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...