নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ভারত কে দুটি বিশ্বকাপ,চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও সিএসকে কে তিন বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন থালাইভা মাহেন্দ্র সিংহ ধোনি ,তামিল নাড়ুর ভক্তরা ধোনিকে হলুদ জার্সিতে দেখতে মুখিয়ে আছেন ।শ্রীনিবাসন বলেছেন মহেন্দ্র সিংহ ধোনি যতদিন ইচ্ছে ততদিন সিএসকে তে খেলবেন ।অথচ ভারতীয় প্রাক্তন ক্রিকেটার এস বদ্রীনাথ বলেন প্রথম আইপিএলে সিএসকে বিরেন্দ্র শেহবাগ কে চেয়েছিলো কিন্তু তিনি দিল্লি ডেয়ার ডেভিসল যে যোগ দেওয়া তে শেষ মেশ সিএসকে ধোনি কেই বেছে নেয় ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...