আজ ফ্রান্সের সঙ্গে সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল খেলাতবে ডিফেন্স নিয়ে কোচ দেশঁ খুব চিন্তিত ,কারণ চোট আঘাত। কারো হাঁটুতে আবার কারো হার্মস্ট্রিংয়ে চোট। বামপ্রান্তের রাবিয়ো পুরো সুস্থ নন। তিনি চোট নিয়ে এর আগে খেলেছেন। আবার অনুশীলন চলার সময় লেমা এবং থুরাম চোট পেয়েছেন। তবে সুইজারল্যান্ড জানিয়েছে তারাও জিততে চায় এবং ছেড়ে কথা বলবে না। যদিও ফ্রান্সকে সকলে এগিয়ে রাখছে।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...