গত কয়েকদিন যাবৎ ভারতের চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা তে বুমরাহ উপস্থিত থাকবে কিনা সেই নিয়ে কথা চলছিল ।ভারতের বোর্ডের তরফে জানানো হয়েছে কোমরের কাছের চোট পুরোপুরি সারেনি বুমরার তাই চ্যাম্পিয়ন ট্রফিতে নেই তিনি ।সেই জায়গা তে নেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্স তরুণ পেসার হর্ষিত রানা কে ।বুমরাহ হীন ভারতীয় দল নির্ভর করবে স্পিনের উপরে তাই দলে নেওয়া হয়েছে ৫ স্পিনার ১) কুলদ্বীপ ২) অক্ষর প্যাটেল ৩) ওয়াশিংটন ৪) রবীন্দ্র জাদেজা ৫) বরুন চক্রবর্তী ।মোহাম্মদ শামি ও দলে আছেন ।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...