ছাংতের গোলে সুপার কাপের সেমিফাইনালে উঠলো মুম্বাই এফসি

আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের তৃতীয় কোয়ার্টারফাইনালে ইন্টারকাশিকে ১-০ গোলে
হারালো মুম্বাই এফসি ।মুম্বাইয়ের হয়ে একমাত্র গোলটি করেন ছাংতে । আজ একটি অদ্ভুত ঘটনা ঘটে মাঠে,হটাৎ করে মৌমাছির উপদ্রবে খেলা বন্ধ রাখতে হয় । অতিরিক্ত সময় দেওয়া হয় প্রথম অর্ধে ১৪ মিনিট ।সহকারী রেফারি মাছির কামড় থেকে বাঁচতে মাটিতে শুয়ে পরেন ।