ছয়বলে ছয়টি বাউন্ডারি মেরে পৃথ্বী গড়লো নতুন রেকর্ড

গতকাল আইপিএলের খেলাতে দিল্লির ওপেনার পৃথ্বীশ শাহ কেকেআরের বোলার শিভাম মাভিকে টানা ছয়টি চার মেরে চমকে দিয়েছেন সবাই কে । তার ফলে চলতি আইপিএলে দ্রুততম অর্ধশতরান করেন তিনি । বিরেন্দ্র শেওওয়াগ কুর্নিশ জানিয়েছেন পৃথ্বীশ ব্যাটিং কে , তিনি জানিয়েছেন তিনি নিজেও তার ক্রিকেটিং জীবনে টানা ৬ খানা চার মারতে পারেননি ।