জমে উঠবে নাগপুরের মাঠে ভারত অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট

চার টেস্টে বর্ডার গাভাস্কার ট্রফির লড়াইয়ের পূর্বে মতামত দিতে শুরু করেছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রাক্তনীরা ,শাস্ত্রীর মতে এই সিরিজে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠবেন কোহলি ।তার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড বরাবর ভালো ।হরভজনচাইছেন রোহিতের সাথে ওপেন করুক শুভমান ।ইয়ান চ্যাপেল বলছেন রবিচন্দ্রন অশ্বিন কে ঘাড়ে চড়লে ভুগতে হবে ,আর পন্থের না থাকা
অস্ট্রেলিয়া দল কে খুশি করবে ।