জাদেজার বিক্রমে ইনিংস ও ১৩২ রানে জয়ী ভারত

গতকাল নাগপুরের মাঠে টেস্টের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪০০ রানে ।জাদেজা এবং অক্ষর করেন যথাক্রমে ৭০ এবং ৮৪ রান ।দ্বিতীয় ইনিংস য়ে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ৩২.৩ ওভারে ৯১ রানে সকলে আউট হয়ে গেলেভারত বিজয়ী হয় ইনিংস এবং ১৩২ রানে ,ব্যাট ও বলে সাফল্যের জন্য ম্যান অফ দি ম্যাচ হন জাদেজা ,দ্বিতীয় ইনিংস য়ে অশ্বিন ৩৭ রানে ৫উইকেট নেন ।