জামশেদপুরের দু জন ভাল খেললেন। টি পি রেহনেশ ও স্টিভন এজে।গোলরক্ষক রেহনেশ গোল বাঁচালেন আর এজে গোল করে ম্যাচ জেতালেন। বেঙ্গালুরুকে হারিয়ে জামশেদপুর টেবিলের তৃতীয় স্থানে উঠে এল। তাদের পয়েন্ট ৯ ম্যাচে ১৩। বেঙ্গালুরু ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ৭৯ মিনিটে আসাধারন গোল করে এজে দলকে তিন পয়েন্ট এনে দেন। রেহনেশ অনেক গোল বাঁচিয়ে দলের পতন রোধ করেন ও ম্যাচের সেরা হন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...