আগের খেলায় জার্মানি ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল।কিন্তু আজ তারা ঘুরে দাঁড়িয়ে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে দিল। বিরতিতে জার্মানি এগিয়ে ছিল ২- ১গোলে। শুরু থেকেই জার্মানি গোলের জন্য মরিয়া খেলা খেলতে থাকে। কিন্তু পর্তুগাল খেলার গতির বিরুদ্ধে ১৫ মিনিটে গোল করে দেয়। গোলদাতা রোনাল্ডো। দুটি সেম সাইড গোল হয় পর্তুগালের বিরুদ্ধে।বিরতিরপর হাভার্টজ ও রবিন দু গোল করেন। ৬৭ মিনিটে পর্তুগালের জোটা গোল করলে ফল হয় ৪-২।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...