নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইস্টবেঙ্গল কে হারিয়ে পিয়ারলেস শিবিরে যখন উৎসবের মেজাজ ঠিক সেই সময়েই কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের পদত্যাগের খবর পিয়ারলেস শিবিরে কালো মেঘ নিয়ে আসে । বিশ্বজিতের বক্তব্য দল গঠনে আমার কোনো স্বাধীনতা ছিল না । নাম না করে তিনি বলেন যে ফুটবলার রিসার্ভ বেঞ্চে আমাকে ক্রমাগত অপমান করে গিয়েছে তাকে খেলানোর জন্য চাপ সৃষ্টি করে গিয়েছেন কর্তারা ,সন্মান বিসর্জন দিয়ে কাজ করবো না ,নাম না করা ফুটবলারটি ছিলেন রহিম নবী ।
জিতে পদত্যাগ করলেন বিশ্বজিৎ ভট্টাচার্য
On: Saturday, September 8, 2018 11:54 PM





