জীবনের শেষ টুর্নামেন্ট খেলতে আজ নামছেন রজার ফেডেরার

গতকাল সন্ধ্যা তে গণমাধ্যমে বলেন আগামীকাল রাতে আমার শেষ পেশাদার ম্যাচ ।সেই ডাবলস ম্যাচে রাফা নাদাল কে সঙ্গে পেয়ে আমি সম্মানিত । লেভার কাপের সূচি থেকে যান যাচ্ছে যে ২৩ সে সেপ্টেম্বর প্রথম দিনের খেলা তে রাতের শেষ,পর্বের ম্যাচে খেলতে নামবে ফেডেরার -নাদাল জুটি তাদের প্রতিপক্ষ টিম আমেরিকার জ্যাক সক ও ফ্রান্সেস তিয়াফ জুটি ।