জুনিয়র উইম্বলডনের ফাইনালে উঠলো এক প্রবাসী বাঙালি

শনিবার ১৭ বছর বয়েসী নিউ জার্সি তে থাকা প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায় সেমী ফাইনালে ফ্রান্সের
সাসা গুয়েমার্ট কে হারিয়ে ৭-৬,৪-৬,৬-২ ফলাফলে হারিয়ে উইম্বডলনের ফাইনালে উঠেছে ।জানা যাচ্ছে ফাইনালে ওঠার পথে সমীর গত৫ ম্যাচে মাত্র তিনটি সেট হারিয়েছে । এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে কেমন দুরন্ত ফর্মে আছেন তিনি । তিনি ডাবলসের সেমিফাইনালেও উঠেছেন তবে হেরে যান ।