খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মাদ্রিদ মাস্টার্স য়ের পুরুষদের ফাইনালে ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালের ঘাতক প্রতিদ্বন্দ্বী চিচিপাস্ সে স্ট্রেট সেটে ৬-৩,৬-৪ সেটে হারিয়ে দিলেন বিশ্বের ১ নম্বর তারক নোভাক জোকোভিচ এবং এই জয়ের সুবাদে এটিপি মাস্টার্স ১০০০ জয়ের দৌড়ে নাদাল কে ছুঁয়ে ফেললেন জোকোভিচ । দুই জনের দখলে রয়েছে এখন ৩৩ টি করে খেতাব । চ্যাম্পিয়ন হয়ে নিজের উচ্ছাস চেপে রাখেনি জোকোভিচ তিনি বলেন ভীষণ তৃপ্ত লাগছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...