খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নাইট শিবিরের ইংল্যান্ডের খেলোয়াড় জো ডেনলি কে কেকে আর কিনেছিলো ১ কোটি টাকা দিয়ে নিলামে । কে কে আরের হয়ে জো ডেনলি মাত্র একটি ম্যাচ খেলেছিলেন ।কে কে আরের সূত্রে জানা গিয়েছে রয়াল লন্ডন ওয়ানডে কাপে যোগ দিতে কে কেআরেরে ক্যাম্প ছেড়ে ইংল্যান্ডে ফিরে গিয়েছে জো ডেনলি ,আগামী মঙ্গলবার ইয়র্কশায়ারের বিরুদ্দে তিনি নামবেন কেন্টের হয়ে ,টুইট চিনি কেকেআর কে ধন্যবাদ জানিয়েছেন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...