খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ বিশাখাপত্তনমে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে করে ৩৮৭ রান । ভারতের হয়ে সেঞ্চুরি করে রোহিত শর্মা এবং কেএল রাহুল । জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্টইন্ডিজ এখনো প্রাপ্ত সংবাদ অনুযায়ী ৩৬ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে তোলেন ২২৬ রান । ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান কারীরা হলেন লুইস ৩০,হোপ ৭৮,পুরান ৭৫ ক্রিজে আছেন কিমো পল এবং পিয়ার । ভারতের হয়ে হ্যাট্রিক করেন বোলার কুলদ্বীপ যাদব এবং সামী দুটি উইকেট নেন ।