জয় অস্ট্রেলিয়ার

গতকাল ধরমশালার মাঠে বিশ্বকাপের লীগের খেলতে রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়া হারালো নিউজিল্যান্ড কে ৫ রানে ।প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৪৯.২ ওভারে তোলে ৩৮৮ রান । ট্রাভিস হেড করেন ১০৯ রান এবং ওয়ার্নার করেন ৮১ রান ৬৫ বলে ।পরে ব্যাট করে নিউ জিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৩৮৩ রান করেন রাচীন করেন ৮৯ বলে ১১৬ রান ,ম্যাচের সেরা ট্রাভিস হেড ।