ঝাড়খণ্ডের নির্বাচনের জন্য আইএসএলের খেলার সময় সূচি বদল

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  আগামী ৭ ই ডিসেম্বর ঝাড়খণ্ডে  নির্বাচন । সেই কারণে  আইএসএলে  জামশেদপুর এফসি  বনাম  চেন্নাইয়িন এফসির ম্যাচের তারিক  পাল্টে  গেলো । আগে  ঠিক ছিল ম্যাচ হবে ৬ ডিসেম্বর । কিন্তু  খেলোয়াড়দের সার্বিক  নিরাপত্তার  কথা মাথায় রেখে  ম্যাচের  তারিক  পরিবর্তন  করা  হয় ।সেই ম্যাচ হবে আগামী ৯ ডিসেম্বর ।