ঝড়ো ব্যাটিং করে পাঞ্জাব কিংস পৌঁছে গেলো আইপিএলের প্লেঅফের দোরগড়া তে

গতকাল পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে আইপিএলের লীগের খেলাতে প্রথমে তোলেন ২০৯ রান ।বেয়ারস্তোকরেন ২৯ বলে ৬৬ রান ও ম্যান ওফ দি ম্যাচ হন ।লিভিংস্টোন করেন ৪২ বলে ৭০ রান ।জবাবে আরসিবি ৯ উইকেট হারিয়ে তোলে ১৫৫ রান। ২১ রানে রাবাডা ৩ টি উইকেট নেন ।