টমাস কাপ জিতে ইতিহাস তৈরি করলো ভারত

গতকাল টমাস কাপের ফাইনালে উঠেই ৭৩ বছর পর এই প্রথম পুরুষদের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলো ভারতবর্ষ ।১৯৪৮ সালে শুরু হয় টমাস কাপ ,১৯৮২ শাল থেকে দুই বছর অন্তর এই প্রতিযোগিতা শুরু হয় ।ভারতের হয়ে লক্ষ্য সেন কিদাম্বি শ্রীকান্ত এবং সাত্বিক ও চিরাগ জুটি ৩-০ গেমে হারান ইন্দোনেশিয়ার দল কে ।