টসে হেরে পাকিস্তান ব্যাট করছে

টসে জিতে আহমেদাবাদের মাঠে রোহিত শর্মা ,বাবর আজম দের ব্যাট করতে পাঠান ।এখন অব্দি পাওয়া খবর অনুযায়ী পাকিস্তান ৩.৫ ওভারে ২৩ রান তুলেছে কোন উইকেট না হারিয়ে ।ক্রিজে আছেন ইমাম উল হক এবং আফদুল্লাহ সফিক,তারা করেছেন ১২ এবং ১০ রান ,বল করছেন ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ এবং বুমরাহ ।