টিকিট নিয়ে ক্রিকেট প্রেমীদের মাতামাতি তে উচ্ছসিত সৌরভ

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   গতকাল  সিএবি তে  এসে সৌরভ বলেন ইডেন টেস্টের  প্রথম ৪ দিনের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে । মনে করতে পারছি  না  কবে  শেষ  ভারতের মাঠিতে  প্রথম ৪ দিনের টিকিট এক লপ্তে  সব বিক্রি হয়ে গিয়েছিলো । টেস্ট  ক্রিকেটের  প্রতি মানুষের এই আগ্রহ  শুভ  লক্ষণ । তিনি  বোর্ডের প্রধান  পিচ  কিউরেটর  আশীষ  ভৌমিক  ও ইডেনের  পিচ  কিউরেটর সুজন  মুখ্যোপাধ্যায়  নিয়ে মাঠে  চলে যান  পিচ দেখতে । তার পর  তাদের সঙ্গে  পিচ  নিয়ে আলোচনা তে বসেন ।