গতকাল মেলবোর্নের মাঠে জিম্বাবোয়ে কে ৭১ রানে হারিয়ে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে ।প্রথমে ব্যাটকরে ভারত করে ৫ উইকেটে ১৮৬ রান ।২৫ বলে ৬১ রান করে ম্যাচের সেরা হন সূর্যকুমার যাদব ।এই ছাড়াও কেএল রাহুল ৩৫ বলে ৫১ রানকরেন ।পরে ব্যাট করতে এসে জিম্বাবোয়ে ১৭.২ ওভারে ১১৭ রানে সকলে আউট হয়ে যান ।অশ্বিন ৩ টি ,পান্ডে ২ টি ও মোহাম্মদ সামি দুটি করেন উইকেট নেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...