টি ২০ সিরিজের শেষ ম্যাচে ভারত কে হারালো অস্ট্রেলিয়া

গতকাল টি ২০ ম্যাচে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৮ উইকেটে ১৬০ রান ।
ভারতের হয়ে সর্বাধিক ৫৩ রান করেন শ্রেয়াস আইয়্যার । জবাবে অস্ট্রেলিয়া ৮ উইকেটে তোলে ১৫৪ রান ।তাদের হয়ে সর্বাধিক রান করেন ম্যাকডার্মাট করেন ৫৪ ।ম্যান অফ দি ম্যাচ হন অক্ষর প্যাটেল ।