টেবিল টেনিসে সোনা ভারতের

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: নেপালে  অনুষ্ঠিত  সাউথ  এশিয়ান  গেমসে  টেবিল  টেনিসে  জোড়া  সোনা  অর্জন  করল  ভারত।তারা  পুরুষ  ও  মহিলা  দুই  বিভাগেই  চ্যাম্পিয়ন  হয়।  চ্যাম্পিয়ন  হয়  হার্মিট  দেশাই  ও আন্তোনিও   অমলরাজ  ।  তারা  হারান  সুধাংশু  গ্রোভারও   আমল  শেট্টি কে। মেয়েদের  বিভাগে  সেরা  হন  মাধুরিকা   পাটেকর  ও  সৃজা  আকুল  তারা  হারান   সুতীর্ষা  মূখোপাধ্যায়   ও  ঐহিক  মূখোপাধ্যায়কে ।