খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে টেবিল টেনিসে জোড়া সোনা অর্জন করল ভারত।তারা পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হয় হার্মিট দেশাই ও আন্তোনিও অমলরাজ । তারা হারান সুধাংশু গ্রোভারও আমল শেট্টি কে। মেয়েদের বিভাগে সেরা হন মাধুরিকা পাটেকর ও সৃজা আকুল তারা হারান সুতীর্ষা মূখোপাধ্যায় ও ঐহিক মূখোপাধ্যায়কে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...