নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কয়েকমাস আগেও কেউ ভাবতে পারেনি আগামী ২৪ জুলাই টোকিও অলিম্পিকের যে উদ্বোধন হওয়ার কথা ছিল তা ঠিক এক বছর পিছিয়ে যাবে ।গত কাল টোকিওতে এক সাংবাদিক বৈঠক করে অলিম্পিক কর্তা মরি জানান ২০২১ সালে টোকিও অলিম্পিক শুরু হবে ২৩ সে জুলাই শেষ হবে ৮ অগাস্ট । যদি সব ঠিক থেকে চলতো তাহলে এই বছর ৮ অগাস্ট শেষ হতো ,তবে টোকিও অলিম্পিক ২০২১ সালে হলেও নাম হবে টোকিও অলিম্পিক ২০২০।