ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি ২০ম্যাচ জিততে মরিয়া ভারত

আজ ডারবানে ভারতীয় দল প্রথম টি ২০ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ।বিশ্বের দর্শক দের নজর থাকবে ভারতের তরুণ ওপেনার যশস্বী ,ঋতুরাজ ফিনিশার রিংকু সিংহ এবং ভারতীয় স্পিন ও পেস বোলার দের উপর । প্রথম ১১ জনের দলে কারা খেলবেন সেটা ঠিক হয়ে গিয়েছে ,এবং কারা ওপেন করবে সেটাও ঠিক হয়ে গেছে ।