গতকাল কিশোর ভারতী স্টেডিয়ামে ডাউন টাউন হিরোজের মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাব । ২৩ মিনিটের মাথায় অন্যবদ্য ফ্রি-কিক থেকে গোল করেন মাদি তালাল । ৩০ মিনিটের মাথায় খেলার বিপক্ষে গোল শোধ করেন ডাউন টাউনের আফরিন ।তার ঠিক তিন মিনিটের মাথায় ২-১ করেন সাউল ক্রেসপো পেনাল্টি থেকে । খেলার সংযুক্ত সময়ে ৯৩ মিনিটে গোল করেন টিকে জেসিন ।ডার্বির আগে এই জয় ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়াবে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...