ডার্বি নিয়ে চিন্তা শুরু ফওলারের

শুক্রবার নিজেদের মধ্যে দু দলে  ভাগ হয়ে প্রাকটিস ম্যাচ খেলেছেন|তারপর টি ভি তে এটিকে  মোহনবাগানের ম্যাচ দেখেন রবি ফওলার।  হাবাসের রক্ষণ কি ভাবে ভাঙা যায় তাই নিয়েই এখন তাঁর পরিকল্পনা চলছে। তাঁর দলের কোন খেলোয়াড় কতটা ভাল  খেলছে , কতটা উন্নতি হল তা তাঁর কাছে রেকর্ড করা আছে। হাবাসের দলের অরিন্দম ,তিরি,সন্দেশ  সবাই ৬ ফুটের ওপর লম্বা। কাজেই সেট পিসের  ওপর তিনি জোর দিচ্ছেন।