ডিভিলিয়ার্সের দুরন্ত ব্যাটিং

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :চার নম্বরে ব্যাট  করতে নেমে  ডিভিলিয়ার্স  করেন ৩৩ বলে নট আউট ৭৩ রান  এবং আর সি বি কে রানের পাহাড়ে তুলে দেন। ২০ ওভারে তারা করে  ১৯৪/২।  কে কে আর আজকে নারাইনকে নামায়নি। একবার তার বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছে।যদি আবার তাঁর  বিরুদ্ধে  রিপোর্ট দেওয়া  হয় তবে এবারের মত  খেলাই  বন্ধ হয়ে যাবে। এখন  অবধি ব্যাটিং লাইন আপ ঠিক করতে পারেনি কেকেআরের টিম ম্যানেজমেন্ট।  একেকদিন একেকরকম হচ্ছে। এ অবস্থায় আর বেশি কি আশা করা যায়।