ডি এল এস নিয়মে ভারত দুই রানে হারালো আয়ারল্যান্ড কে

গতকাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডি এল এস নিয়মে দুই রানে জয়ী হন ।প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড নির্দিষ্ট ওভারে করে ৭ উইকেটে ১৩৯ রান ।তাদের হয়ে ম্যাকার্থি ৫১ রান করে নট আউট থাকেন । ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ২৪ রানে দুই উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন ।ভারত ৪৭ রান দুই উইকেটে তোলার পরে খেলা বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ,ডিএলএস নিয়মে দুই রানে ভারত জয়ী হয় ।