কলকাতা প্রিমিয়র লীগের সুপার সিক্সের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি । ডুরান্ড কাপের স্মৃতি ভুলে ইস্টবেঙ্গল কোচ আজ জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ । ইস্টবেঙ্গলে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন দেবজিৎ ও সায়ান । দুরন্ত ছন্দে রয়েছেন ফরওয়ার্ড পিভি বিষ্ণু এবং সিকে আমান ।বিন গর্জ ডায়মন্ড হারাবার শক্তিশালী প্রতিপক্ষ এবং আমাদের সতর্ক থাকতে হবে ।